ঈশ্বরগঞ্জে প্রার্থী বাচাইয়ে জাটিয়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি, ১২ মার্চ ২০১৬, শনিবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাচাই উপলক্ষে উপজেলার জাটিয়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাকে কেন্দ্র করে নৌকা প্রতীক পেতে নিজ নিজ জনমত দেখাতে বিশাল শোডাউন করেছে দুই প্রার্থী শামছুল হক জন্টু ও আল আমিন। বর্ধিত সভায় উভয় প্রার্থী বিশাল শোডাউন সহকারে যোগদেন। এ সময় উভয় প্রার্থীর সমর্থদের মাঝে সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। বর্ধিত সভায় মোট ৫জন প্রার্থী প্রতীক পেতে মনোনয়ন ক্রয় করেন। প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, সাবেক চেয়ারম্যান সুকুমার রায়, শামছুল হক ঝন্টু, আল আমিন, ও রফিকুল আলম আকন্দ প্রমুখ। বর্ধিত সভায় উপসি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জমসেদ আলী, সাবেক যুবলীগ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবি, রাসেল, মঞ্জুরুল হক মঞ্জু, জাহাঙ্গির আলম, সাইফুল ইসলাম সহ জাটিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।