ঝিনাইগাতী ৰুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠন ৰুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ১২মার্চ শনিবার সকালে স্থানীয় ধানহাটিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শামছুলদ্দোহা বাচ্চু’র সভাপতিত্বে ও তার স্বাগতিক বক্তব্যের পর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে ব্যবসায়ীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অত্র সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জমশেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এস.এম,এ ওয়ারেজ নাইম, ব্যবসায়ী লুৎফর রহমান ও এসএম রমজান আলী। জহুরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সাধারণ সম্পাদক জাকির হোসেন ২০১৪-২০১৫ আর্থ বছরের বিভিন্ন কার্যক্রম উলেৱখ করেন এবং আর্থিক বিবরণী পাঠ করে শুনান সমিতির কোষাধ্যৰ আবু বাহার। উক্ত অনুষ্ঠানে পরিচালক মন্ডলীগন ও সকল সদস্য উপসি’ত ছিলেন।
ক্যাপশন ঃ ঝিনাইগাতী ৰুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দিচ্ছেন, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।