শেরপুরে সিআইডির অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক বাংলাদেশে আইএস বলতে কিছু নেই

শেরপুর প্রতিনিধি: ১২ মার্চ ২০১৬, শনিবার,
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (এআইজি) শেখ হিমায়েত হোসেন বলেছেন, দেশে আইএস বলতে কিছু নেই। এখানে জামায়াত-শিবির যে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এটাই মূলত তথাকথিত আইএস, কিন’ আইএস বলতে কেউ নেই। জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
আজ ১২ মার্চ শনিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ ভবনের তৃতীয় তলায় নবনির্মিত সিআইডির ক্যাম্প অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এআইজি শেখ হিমায়েত হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, শেরপুরের সাধারণ মানুষ বিশেষ করে ন্যায় বিচার প্রত্যাশীরা সিআইডির এ ক্যাম্পের মাধ্যমে ন্যায় বিচারের সেবা পাবেন।
এ উপলৰে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ। এতে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মতিউর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক এবং শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মাসুদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আ.স.ম নুর্বল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধারা উপসি’ত ছিলেন।
জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, শেরপুরে সিআইডির এ ক্যাম্পটির লোকবল বৃদ্ধি করে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি), দুইজন পরিদর্শক, চারজন উপ-পরিদর্শকসহ (এসআই) ১১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম শুর্ব হলো।