| ভোর ৫:৪৩ - বুধবার - ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অনলাইন হজ নিবন্ধন কার্যক্রম ২০ মার্চ শুরু

অনলাইন ডেস্ক | ১২ মার্চ ২০১৬, শনিবার,

আগামী ২০ মার্চ থেকে চলতি বছরের পবিত্র হজব্রত পালনের জন্য অনলাইন প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।  শনিবার (১২ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত নবম হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর/৯ জিলহজ তারিখে ২০১৬/১৪৩৭ হিজরি সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গত ১৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ হজ প্রতিনিধিদল সৌদি আরবের সঙ্গে একটি হজ চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুসারে, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন।  এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।   এর বাইরে আরও ৫ হাজার অতিরিক্ত হজযাত্রীকে এ বছর হজে যাওয়ার সুযোগদানের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে অনুষ্ঠানে জানান মন্ত্রী।
তিনি বলেন, অনুমতি পেলে তারা সরকারি ব্যবস্থাপনায় হজে গমন করতে পারবেন।   এদিকে কোটা পূরণ হওয়া পর্যন্ত প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।   চুক্তি অনুসারে, অনুমোদিত প্রত্যেক হজ এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ জন হজযাত্রী প্রেরণ করতে হবে, যা গত বছর ছিল ৫০ জন। তবে এ নিয়মটি পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।    অন্যান্য দেশের মতো বাংলাদেশের হজযাত্রীদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবির মাধ্যমে টাকা জমা দিয়ে কোরবানি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ধর্মমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষ হজ ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম চালু করেছে। আমরাও তার সঙ্গে সমন্বয় করে আমাদের হজ ব্যবস্থাপনাকে ডিজিটাল হজ ব্যবস্থাপনায় রূপান্তরিত করেছি। হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা এ বছর প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছি।
‘এ প্রক্রিয়ার সঙ্গে আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ভেরিফিকেশনসহ নানাবিধ বিষয় সংযুক্ত। প্রত্যেক হজযাত্রী যেন সহজে নির্বিঘ্নে এবং স্বচ্ছতার মাধ্যমে হজের নিবন্ধন করতে পারেন, সেজন্য আমরা আমাদের নিয়োগ করা আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সফটওয়ার প্রস্তুত, স্থাপন এবং পরীক্ষামূলক চালু করেছি।’ একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় হজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে বলেও জানান অধ্যক্ষ মতিউর রহমান।
সরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা ও বেসরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে ব্যাংক একটি প্রাক-নিবন্ধন সনদ দেবে, মোবাইলে এসএমএসের মাধ্যমেও প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে।  এরপর ৩০ জুনের মধ্যে হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধ করে নিবন্ধন করতে হবে। এ সময় অগ্রিম নিবন্ধনের ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে। পুরো টাকা পরিশোধের পর হজযাত্রীরা একটি পিলগ্রিম আইডি পাবেন। এ আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৮ অপরাহ্ণ | মার্চ ১২, ২০১৬