ময়মনসিংহে স্বদেশ হাসপাতালের শেয়ারহোল্ডার সমাবেশ
স্টাফ রিপোর্টার | ১১ মার্চ ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহ শহরের বেসরকারি স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের শেয়ার হোল্ডার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শেয়ার হোল্ডারদের ছেলে-মেয়েদের সংবর্ধিত করা হয়।
স্বদেশ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মু. আব্দুল করিম।
অনুষ্ঠানে গত অর্থ বছরের প্রতিবেদন পেশ করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দোহা মাসুম।
এ সময় অন্যান্যদের মধ্যে হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য দেন।