তারাকান্দায় প্রকাশ্যে খোলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি
রফিক বিশ্বাস।। ১১ মার্চ ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের তারাকান্দায় প্রকাশ্যে খোলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজার কলেজ মোড়, বাসষ্টেন্ট, দক্ষিন বাজার ও মধ্যে বাজারে কতিপয় ব্যবসায়ী খুরমা, সাগরী, নেমকি, পেয়াজী, জিলাপি ও নানা রকমের খোলা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবারে ঢেকে না রাখার ফলে মশা, মাছি ও নানা রকমের পোকা মাকড় বসছে। এসব নিম্নমানের খাবার খেয়ে অনেকেই আমশা, ডায়রিয়া সহ পেটের নানা রোগে আন্ত্রান্ত হচ্ছে। তারাকান্দা উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর পদ সৃষ্টি না হওয়া ফুলপুর উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর তারাকান্দা হাট বাজারে দায়িত্ব পালন করছে। তারাকান্দা উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর পদ সৃষ্টি সহ ভেজাল বিরোধী অভিযান কামনা করেছেন সচেতন মহল।