| রাত ২:৪৭ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জ উপজেলা কোয়ার্টারের দেয়াল ধসে স্কুলছাত্র নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-১১ মার্চ ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা কোয়ার্টারের দেয়াল ধসে রাব্বি (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সহপাঠিদের সাথে খেলতে গিয়ে উপজেলা কোয়ার্টারের ‘সুখ নীড়’ ভবনের সামনের দেয়াল ধসে পড়লে দেয়ালের নিচে চাপা পড়ে ওই স্কুল ছাত্র নিহত হয়।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া গ্রামের সাইফুল ইসলামের ৪ মেয়ের মধ্যে একমাত্র পুত্র সন্তান রাব্বি (৭) শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। কোয়ার্টারের আশ পাশের অনেক ছেলে মেয়ে ওই স্কুলে পড়ার সুবাদে বিকেলে সহপাঠিদের সাথে খেলতে আসে রাব্বি। কোয়ার্টারের ‘সুখ নীড়’ ভবনটির গেইট সংলগ্ন দেয়ালের পাশ দিয়ে যাওয়ার পথে দেয়াল ধসে তার উপড় পড়ে গেলে মাথা থেতলে গিয়ে মারাত্মক আহত হয়। এ সময় কোয়ার্টারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ‘সুখ নীড়’ ভবনের বাসিন্দা শিমরাইল সরকারি স্কুলের সহকারি শিৰিকা শিউলী বেগম জানান, ঘটনার সময় তিনি বাসার ভেতরে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘর থেকে বেড়িয়ে এসে স্বামীসহ তিনি দুর্ঘটনাটি দেখেন। পরে তার স্বামী বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার জানান, বিষয়টি একটি নিছক দুর্ঘটনা। নিহতের পরিবারকে লাশ দাফনের জন্যে নিজ তহবিল থেকে ৫হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। পরে আরো সহযোগিতা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৩ অপরাহ্ণ | মার্চ ১১, ২০১৬