বাজিতপুরে গাড়ী সহ ৯শত মুরগী পুকুরে, আহত ৩

বাজিতপুর সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলারর হিলচিয়া ইউনিয়নের জুম্মাপুরের মুরগীর খামারের মালিক শেখর চন্দ্র সাহার মুরগীর ফার্ম হতে গত বৃহস্পতিবার দিবা গত রাত ১২টার দিকে ফার্মের পার্শে সরু রাস্তাদিয়ে গাড়ী নিতে গিয়ে এক মাস বয়সের ৯শত মুরগী সহ ৩ জন আহত হয়েছে। ১মাসের ৯শত মুরগী মরে গেছে বলে মুরগীর খামারের মালিক শেখর চন্দ্র সাহা গতকাল সকালে নিশ্চিত করেন।
গাড়ী উল্টে ড্রাইভার স্বপন মিয়া (৪৬), হেলপার স্বপন (১৮) ও ঢাকার কাপতান বাজারের পল্ট্রি ব্যবসায়ী ফয়সাল মিয়া (২৪) গুরুতর আহত হয়েছেন। ৯শত মুরগীর ক্ষতির পরিমান প্রায় ২লাখ টাকা এবং মুরগীর গাড়ীর ক্ষতির পরিমান প্রায় ৩লাখ টাকা হবে বলে মালিক পক্ষ সাংবাদিকদের আজ শুক্রবার দুপুরে জানিয়েছেন।