বাজিতপুরে মাদকাশক্ত ছেলেকে পুলিশের নিকট দিলেন বাবা

বাজিতপুর সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের মথুরাপুর তমালতলা গ্রামের ভুবন মিয়া তার মাদকাশক্ত ছেলে রুহুলআমিন (২২) কে আজ শুক্রবার সকালে পুলিশের নিকট সোপর্দ করলেন।
জানাযায়, গত কয়েকবছর ধরে নেশা গ্রস্থ ছেলে রুহুলআমিন নেশার টাকা না পেলে পরিবারের সবাইকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আসছে। কোন উপায়ন্তর না দেখে পিতা ভুবন মিয়া থানা থেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড. এম সারজিল হাসান নেশা গ্রস্থ রুহুলআমিনকে ১বছরের সাজা প্রদান করেন। এদিকে সরারচর ইউনিয়নের পুরানখলা গ্রামের পিতা মৃত একরাম হুসেনের ছেলে কাজল মিয়া (৪০) ও বিল্লাল মিয়া (৩৫) কে পুলিশ আজ শুক্রবার সকালে আটকের পর দুপুরে কিশোরগঞ্জে চালান দিয়েছেন।