| সন্ধ্যা ৬:৩৩ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মুস্তাফিজুর রহমান

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলন শেষে অনানুষ্ঠানিকভাবে মুস্তাফিজের হাতে  ক্রিকইনফোর প্রতিনিধিরা এই পুরস্কার তার হাতে তুলে দেন। কিছু বাধ্যবাধকতার কারণে আনুষ্টানিকভাবে গণমাধ্যমের সামনে পুরস্কারটি প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও হয়নি মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে নিয়েছেন পাঁচটি ও ছয়টি উইকেট। যা একটি  বিশ্ব রেকর্ডও। ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সিরিজেও বজায় রেখেছিলেন তিনি। বছর শেষে ঠাঁই মিলেছে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ২:৪৪ অপরাহ্ণ | মার্চ ১১, ২০১৬