| সকাল ৮:৫০ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বুড়িগঙ্গার বুকে ভাসমান হোটেল

বুড়িগঙ্গার বুকে নৌকার ওপর ভাসমান হোটেল ব্যবসা নতুন কিছু নয় চলছে বহুদিন ধরে। লোকমুখে শোনা যায় পাকিস্তান আমল থেকে ছাউনিবেষ্টিত বড় নৌকায় প্রথম এ ধরনের ভাসমান আবাসিক হোটেলের ব্যবসার প্রচলন শুরু হয়। Bangladesh11032016N-15

Bangladesh11032016N-14সময়ের বিবর্তনে কাঠের নৌকাগুলো বর্তমানে করা হয়েছে লঞ্চের মতো বড় আকারের। প্রতিদিন মাত্র ৮০ টাকা খরচে করলেই থাকা যায় এ ধরনের ভাসমান হোটেলে। ছবিটি রাজধানীর ওয়াইজঘাট থেকে তোলা।

সর্বশেষ আপডেটঃ ২:০৭ অপরাহ্ণ | মার্চ ১১, ২০১৬