বুড়িগঙ্গার বুকে ভাসমান হোটেল

বুড়িগঙ্গার বুকে নৌকার ওপর ভাসমান হোটেল ব্যবসা নতুন কিছু নয় চলছে বহুদিন ধরে। লোকমুখে শোনা যায় পাকিস্তান আমল থেকে ছাউনিবেষ্টিত বড় নৌকায় প্রথম এ ধরনের ভাসমান আবাসিক হোটেলের ব্যবসার প্রচলন শুরু হয়।
সময়ের বিবর্তনে কাঠের নৌকাগুলো বর্তমানে করা হয়েছে লঞ্চের মতো বড় আকারের। প্রতিদিন মাত্র ৮০ টাকা খরচে করলেই থাকা যায় এ ধরনের ভাসমান হোটেলে। ছবিটি রাজধানীর ওয়াইজঘাট থেকে তোলা।