কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবি
কিশোরগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মানিক লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মুক্তা, হোসেনপুরের প্রতিনিধি সাইফুল ইসলাম, সদরের প্রতিনিধি আমেনা আক্তার, কটিয়াদীর প্রতিনিধি আশীষ কুমার বণিক, করিমগঞ্জের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, কুলিয়ারচরের প্রতিনিধি জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ হাজার ৮৮৬ জন স্বাস্থ্য সহকারী কাজ করছেন। এর মধ্যে কিশোরগঞ্জে আছেন প্রায় ৪০০ জন। কিন্তু তাদের নিম্ন মর্যাদার বা সমমর্যাদার অন্যান্য বিভাগের কর্মীদের বেতনস্কেল আরো অন্তত ১৫ বছর আগে উন্নীত করা হলেও স্বাস্থ্য সহকারীদের বঞ্চিত রাখা হচ্ছে। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী নিজেই পদমর্যাদাসহ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে ইতিবাচক মতামত দিলেও তা আজো উপেক্ষিত হচ্ছে। সংবাদ সম্মেলনে বেতন বৈষম্য দূর করে বেতনস্কেল উন্নীতকরণ ও আগামী ১ জুলাই থেকে ইনসার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।