ঝিনাইগাতীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০ মার্চ বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকৰে এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া। বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জামাল উদ্দিন, উপজেলা জাসদ’র সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ছামেদুল ইসলাম, চেয়ারম্যান জয়নাল আবেদীন খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার র্বপালী, ইউপি সদস্য সোজা উদ্দিন সোজা, মোঃ চাঁন মিয়া, জাগরণ মহিলা সমবায় সমিতি’র সভানেত্রী র্বমানা শিবলী প্রমূখ। ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা নারী ও শিশু’র যোগাযোগ উন্নয়নে গুর্বত্বারোপ করেন।