| রাত ৯:১৮ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ১২০০ স্কাউটদের পদচারণায় মুখরিত সার্কিট হাউজ মাঠ

 

ফাহিম মোঃ শাকিল, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
গত বুধবার ৯ মার্চ শুরু হওয়া স্কাউট সমাবেশে যোগদান করা স্কাউট সদস্যদের পদচারনায় মুখরিত ময়মননিসংহ সার্কিট হাউজ মাঠ। সমাবেশ শুর্বর পর থেকে স্কাউট দলগুলোর আলাদা পারফর্মেন্স এর ব্যাপার বেশি গুরুত্ব পাচ্ছে । আর এই ক্ষেত্রে সচেতন স্কাউট দলগুলো। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিেেয় দেখা যায়, ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে এখন অবস্থান করছে প্রায় ১২০০ স্কাউট সদস্য। ৫ দিনের জন্য তারা তাদের দলগুলোর পারফর্মেন্স দেখাতে এসেছে আর তাই তাদের দল লোর জন্য তৈরী করেছে ১০০ এর বেশি টেন্ট।
ফুলবাড়ীয়ার শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজ এর স্কাউট সদস্য রাব্বীর সাথে কথা বলে জানা যায়, তারা সব প্রস্ততি নিয়ে এসেছে এবং এখানে তারা বিভিন্ন সামাজিক মূলক কাজের অনুশীলন করছে।  pic 5 pic 5
প্রশ্নঃ কি কারনে আপনাদের এখানে আসা ?
রাব্বীঃ আমরা এখানে মোজাম্মেল হক স্যার এর নেতৃত্বে স্কাউট সমাবেশে যোগ দিতে এসেছি।
প্রশ্নঃ আপনাদের দলগত উদ্দেশ্য কি?
রাব্বীঃ এখানে ভালো করার মাধমে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে চাচ্ছি এবং আমি পিএস পরীক্ষায় ভালো করে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পদক পেতে চাই।
প্রশ্নঃ স্কাউট দলে যোগ দিয়েছেন কি পদক পাওয়ার জন্য ?
রাব্বীঃ না তা কেন হবে যোগ দিয়েছি সামাজিক ও মানবিক কাজে অংশ নেয়ার জন্য। শুধু আমি কেন , সবার মাঝে পদক পাওয়ার এই স্বপ্নটি রয়েছে।
উলেখ্য,গত বুধবার (০৯ মার্চ) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী।
এসময় জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী সুন্দর দেশ গড়তে স্কাউটদের কাজ করার জন্য আহ্বান জানান।
পাঁচ দিনব্যাপী এ সমাবেশে শেষ হবে আগামী ১৪ই মার্চ । প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকবেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৭ অপরাহ্ণ | মার্চ ১০, ২০১৬