দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি। ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের স্কোপ প্রকল্প,ওয়াই এম সি এ, এলডিপিবি, কারিতাস, ওয়াই ডব্লিসিএর সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস’তি দিবস-১৬ পালন করা হয় বৃহস্পতিবার।
জিও-এনজিও কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর হতে রং-বেরঙের পেৱ-কার্ড, ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ”দুর্যোগে পাব না ভয়, দুর্যোগে আমরা করব জয়” এই সেৱাগানকে সামনে রেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকারম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমান, অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুলৱাহ্ হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ কামাল পারভেজ, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, টিসি মোঃ শহিদুল হক, ডিএসকের স্কোপ প্রকল্পের উপ-সমন্বয়কারী মর্তুজ আলী, ব্যবস’াপক আকতার্বজ্জামান বাবুল, ওয়াই ডবিৱউ সি এর সম্পাদিকা লুদিয়া র্বমা সাংমা, কারিতাস এর মাঠ কর্মকর্তা নিউটন মানখিন প্রমুখ। আলোচনা শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।