| রাত ২:৪৭ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন গণ পাঠাগারের উদ্বোধন

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ  ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,

বাংলাদেশে প্রথম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার ১১টি ইউনিয়নে গণ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে । উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়র গণ পাঠাগারের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফখর্বল ইমাম । পরে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই বলে সকলেই একমত পোষণ করেন । মুক্তবুদ্ধির চর্চা,জ্ঞানভিত্তিক সমাজ গঠন, বিশেষ করে যুক্তিবাদি তর্বণ সমাজ গড়ার প্রত্যয়ে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির্বল ইসলাম ভূঞা,শেফালি হামিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল,জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর্বল ইসলাম খান সুর্বজ,ইউপি চেয়ারম্যান হারেছ উদ্দিন প্রমুখ ।

 

সর্বশেষ আপডেটঃ ৭:৫৯ অপরাহ্ণ | মার্চ ১০, ২০১৬