| রাত ১০:১৩ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করিমগঞ্জে অটোচাপায় স্কুলছাত্রী নিহত, অবরোধ গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় শারমিন আক্তার নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে উপজেলার শিমুলতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন শিমুলতলা এলাকার আবুল কাশেমের মেয়ে এবং বাদেশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। দুর্ঘটনার পর পরই এলাকাবাসী অটোরিকশাটি আটক করে এবং চালক পার্শ্ববর্তী গুজাদিয়া এলাকার কাবেদুল (২৫) কে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার জের ধরে এলাকাবাসী বিৰোভ করে কিছুৰণ রাস্তা অবরোধ করে রাখে এবং তিনটি অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৮ অপরাহ্ণ | মার্চ ১০, ২০১৬