খালিয়াজুরীতে লড়ি চাপায় শিশু নিহত

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের সামনে নির্মানাধীন সড়কে লড়ির নিচে চাপা পড়ে এক শিশুর মর্মানি-ক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুর নাম আারফাত(৭)। সে বোয়ালী গ্রামের হাদিছ মিয়ার ছেলে এবং বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, আরাফাত তার বাবার জন্য বুধবার দুপুরে খাবার নিয়ে গ্রামের সামনের হাওড়ে যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ডুবিরপাড় এলাকায় পৌঁছলে একটি লড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস’ায় রাত ১১টার দিকে শিশুটি মারা যায়।
খালিয়াজুরি থানার অফিসার ইনচার্জ (ওসি) রমিজুল হক জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত শিশুর লাশের ময়না তদন- সম্পন্ন হয়েছে।