| রাত ৯:০২ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা: ৪ জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক  | ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,

এক দশক আগে সারা দেশে একযোগে বোমা হামলার সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির চার সদস্যকে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম বিস্ফোরক আইনের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেনÑ কাউসার আলম সুমন, ইউনুস মিয়া ওরফে কাউসার, মেহেদী হাবিব ওরফে রফিক ও আশরাফুল ইসলাম আশরাফ ওরফে শরীফ।  এদের মধ্যে শরীফ পলাতক।  রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায়  জেএমবির সামরিক শাখার প্রধান সালাউদ্দিন ওরফে সালেহীনসহ আট আসামিকে খালাস দিয়েছে আদালত। ২০০৫ সালের ১৭ই আগস্ট  দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৮ অপরাহ্ণ | মার্চ ১০, ২০১৬