| বিকাল ৩:০৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ রিক্সা ড্রাইভারকে হত্যা করে রিক্সা ছিনতাইঃ ৩জন গ্রেফতার: ছিনতাইকৃত রিক্সা উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ শহরে ব্যাটারী চালিত রিক্সা ড্রাইভার হযরত আলী (৩৭)কে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ডিবি পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের স্বীরোক্তিমুলক জবাবন্দির  ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে রিক্সা, রিক্সার ৪টি ব্যাটারী, ১টি মটর ও নিহত রিক্সাচালকের মোবাইল ফোনটি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, শহরের গলগন্ডা ঠাকুরবাড়ির মৃত আবদুর রহমানের পুত্র রিক্সাচালক হযরত আলীকে গত ১মার্চ’১৬ রাত ১১টায় শহরের কাচিঝুলি সাহেব কোয়ার্টারের সামনে অজ্ঞাত ২ ছিনতাইকারী হত্যা করে রিক্সাটি নিয়ে যায়। এব্যাপারে গত ২মার্চ কোতোয়ালী মডেল থানায় মামলা নং ০৫ রুজু করা হয়।
পুলিশ সুপার মঈনুল হকের নিদের্শে ডিবির এসআই মফিজুল ইসলাম পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে বিডির ওসির নেতৃত্ব গত ৮মার্চ ভোর রাতে মুক্তাগাছা উপজেলার মনতলা এলাকায় অভিযান চালিয়ে কুমার গাতা মধ্যপাড়া গ্রামের আঃ জলিলের পুত্র আল আমিন (২০) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর আল আমিন স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে  দঃবি ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবাববন্দি দেয়।

তার জবানবন্দির ভিত্তিতে আজ (১০ মার্চ) বৃহস্পতিবার ভোরে মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী স্বপন (২০) ও সুমন (২৬)কে ডিবি পুলিশ গ্রেফতার করে। তাদের স্বীরোক্তির ভিত্তিতে রিক্সা, রিক্সার ৪টি ব্যাটারী, ১টি মটর, রিক্সাচালক ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।
এস আই মফিজুল ইসলাম জানান, গত ১মার্চ দুস্কৃতিকারীরা শহরের টাউন হল মোড় হতে হযরত আলীর ব্যাটারী চালিত রিক্সায় ২০ টাকা ভাড়ায় কাচিঝুলি সাহেব কোয়ার্টার সামনে নিয়ে রিক্সাচালককে হত্যা করে রিক্সা নিয়ে যায়। ঘটনাটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা সে বিষয়ে আরো তদন্ত  অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২:৪৪ অপরাহ্ণ | মার্চ ১০, ২০১৬