| সকাল ৮:৩৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কটিয়াদীতে মাদকাসক্ত পুত্রের হাতে মুক্তিযোদ্ধা পিতা নিহত

 কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৯ মার্চ ২০১৬, বুধবার,

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়া গ্রামে মাদকাসক্ত পুত্র মীর আনোয়ারুল কবীর জন (৩৫) এর হামলায় পিতা মুক্তিযোদ্ধা মীর এমদাদুল কবীর মানিক (৬৫) নিহত হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় নেশাগ্রস্থ আনোয়ারুল কবীরকে গেপ্তার করতে গিয়ে কটিয়াদী থানার ওসি আ: ছালাম, এসআই মইনুদ্দিন, এসআই আবুল কালাম আজাদ ও কাউন্সিলর জয়নাল আবেদীন আহত হয়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘাতককে গ্রেপ্তার করে।  জানা যায়, একমাত্র পুত্র আেেনায়ারুল কবীর (জন) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পিতার নিকট প্রতিদিনই নেশার টাকার জন্য চাপ দিত। এ নিয়ে প্রতিদিনই পিতা পুত্রের মাঝে ঝগড়া লেগেই থাকতো। ঘটনার দিন ভোরে পিতাকে বাড়িতে জিম্মি করে নেশার টাকা চায়। টাকা না পেয়ে পিতাকে হ্যামার দিয়ে মাথায়, হাত ও পায়ে আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় মা হেনা কবীর বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে মাকে তাড়া করে। তার মা হেনা কবীর পাশের বাড়িতে আশ্রয় নিলে সেই বাড়ির দরজা জানালা ভাংচুর করে। এ সময় আশে পাশের আরও দুই তিনটি বাড়িতেও ভাংচুর চালায়। স্থানীয় জনতা এঘটনা পুলিশকে জানালে পুলিশ ৪ ঘন্টা পর মুক্তিযোদ্ধা মানিক মিয়াকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে কটিয়াদী হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:১৪ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০১৬