| রাত ৮:২৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অকস্মাৎ গাড়ির ছাদে নগ্ন নারী |

অনলাইন ডেস্ক | ৯ মার্চ ২০১৬, বুধবার

যুক্তরাষ্ট্রের হাউজটনের ব্যস্ত সড়ক। অকস্মাৎ সেখানকার হাইওয়েতে দাঁড়ানো একটি মস্ত বড় গাড়ির ছাড়ে পুরো বিবস্ত্র এক নারী। কিছুতেই তিনি নামছেন না। তার এ কাণ্ড দেখতে মুহূর্তেই চারদিকে জড়ো হয়ে যায় বিপুল সংখ্যক মানুষ। ফলে দু’ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পোস্ট করা ভিডিওতে ওই নারীকে বিবস্ত্র অবস্থায় গাড়ির ছাদে বসে থাকতে, নাচতে দেখা যায়। শেষ পর্যন্ত ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকর্মীরা। তারা তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায় তাদের হেফাজতে। তার আগে তাকে নামাতে নানা রকম উদ্যোগ নেয়া হয়। যোগ দেয় অগ্নিনির্বাপণকারীরা। তারা একটি এরিয়েল টাওয়ার ব্যবহার করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। পরে তাকে নামিয়ে আনা হয়। ধারণা করা হচ্ছে ওই নারী একটি গাড়ির চালক। কিন্তু তিনি কেন অকস্মাৎ নগ্ন হয়ে গাড়ির ছাদে উঠলেন তা পরিষ্কার নয়।

সর্বশেষ আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০১৬