| রাত ২:৫৫ - সোমবার - ২রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে অজ্ঞাত যুবকের লাশের পরিচয়ের সন্ধান পাওয়া গেলো

ফাহিম মোঃ শাকিলঃ  গত রবিবার ৬ মার্চ  ময়মনসিংহের সদর উপজেলার উজান বাড়েরা থেকে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছিল যার পরিচয়ের সন্ধান পাওয়া গেলো আজ।

তার নাম রায়হান মাহবুব রাজ(২২) । রায়হান ময়মনসিংহের সদরের সম্ভুগঞ্জের বাসিন্দা রফিকুল ইসলাম রফিক এর ছেলে । রায়হান  ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র।

রায়হানের লাশ দাফন করার পর আজ বুধবার ৯ মার্চ রাত ১২.১০ মিনিটে তার স্বজন ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা থানায় এসে তার ছবি দেখে সনাক্ত করতে পেরেছে।

পুলিশ বলছে, রায়হান এর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি । ধারনা করা হচ্ছে রায়হানকে শ্বাসরোধ করে মারা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ( ১২.৪৫ মিনিট ) রায়হানের স্বজন ও বন্ধুরা থানায় অবস্থান করছে । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্ররা  রায়হান হত্যার সঠিক বিচার দাবী করছে।

রায়হাের বন্ধু সায়য়ান রিফাত জানায়, আমরা অতি দ্রুত  রায়হান হত্যার বিচার চাই।

উল্লেখ্য রবিবার সকালে শহরের বাইপাস সড়কের উজান বাড়েরা নামক স্থানে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ।

 

সর্বশেষ আপডেটঃ ১২:৫৭ পূর্বাহ্ণ | মার্চ ০৯, ২০১৬