| সকাল ১১:০৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় চাহিদা মতো যৌতুকের দাবী মেটাতে না পাড়ায় এক যৌতুক লোভী স্বামীর বির্বদ্ধে   স্ত্রীকে অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায় শহরের ঈশ্বরগ্রামের এ এইচ এম আতাহার আলীর (গোলাপ মাস্টার) পুত্র জিয়াউল হক রাসেলের সাথে আটানী বাজার এলাকার দুলাল চন্দ্র সরকারের মেয়ে সম্পা সরকারের প্রেমের মাধ্যমে বিয়ে হয়। ধর্মান্তরিত হওয়ায় সম্পার নাম হয় মোছাঃ কানিজ ফাতেমা। তাদের সংসারে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রাসেল চাকুরি সূত্রে চট্রগ্রামে থাকা অবস’ায় অপর এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে আবার ডিভোর্সও দেয়। বেশ কিছুদিন ধরে রাসেল তার স্ত্রী সম্পা সরকার ওরফে কানিজ ফতেমাকে যৌতুক হিসেবে তিন লাখ টাকা দেয়ায় জন্য চাপ দিয়ে আসছে।  স্ত্রী সম্পা অপারগতা জানালেই রাসেল তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। গত ৬ মার্চ শনিবার রাতে রাসেল তার স্ত্রী সম্পাকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন চালায়। এসময় তার আর্তচিৎকারে কেউ এগিয়ে আসেনি। পরে তাকে মারধর করে ঘরে আটকিয়ে রাখে। পরের দিন রোববার বিকালে খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। তার সারা শরীরে ৰতের চিহৃ রয়েছে। এ নিয়ে কানিজ ফাতেমা ওরফে সম্পা বাদী হয়ে মুক্তাগাছা থানায় স্বামীর বির্বদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১৮ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০১৬