হাজী জসিম উদ্দীন ডিগ্রী কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা: পাবনা সদর উপজেলার দুবলিয়া হাজী জসিম উদ্দীন ডিগ্রী কলেজের শিৰা বিষয়ক আলোচনা ও মতবিনিয় সভা সমপ্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হাজী জসিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যৰ নাজমুল হোসেন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন। অধ্যৰ কলেজের শিৰা সমপ্রসারনের সারাবছরের র্বটিন সভায় উপস্থাপন করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুবলিয়া হাজী জসিম উদ্দীন ডিগ্রী কলেজের সভাপতি ও পাবনা কলেজের প্রাক্তন অধ্যৰ আলহাজ্ব মাহাতাব উদ্দীন বিশ্বাস। অধ্যৰ মাহাতাব বিশ্বাস তার বক্তব্যে বলেন, শিৰার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও গুনগত মান উন্নয়নের জন্য শিৰক-শিৰার্থী এবং অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সৃজনশীল শিৰা ব্যবস্থাকে আরও গতিশীল করা দরকার। তিনি শিৰার্থীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিৰার পাশাপাশি কারিগরী শিৰাকে বেশি প্রাধান্য দিতে হবে। বিদ্যালয়ের শিৰকদেরকে কঠোর পরিশ্রম ও সৃজনশীল পদ্ধতিতে শিৰা দেওয়ার জন্য তিনি শিৰকদের প্রতি আহবান জানান। পড়ালেখার পাশাপাশি সাধারণ জ্ঞান চর্চা ও ক্রীড়া ৰেত্রে অবদান রাখার জন্য তিনি শিৰার্থীদের পরামর্শ দেন। এ কলেজটিকে আধুনিক মানের গড়ে তোলার জন্য তিনি সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। আগামী এইচ,এস,সি পরীৰায় ভালো ফলাফল অর্জন করার জন্য তিনি শিৰার্থীদের প্রতি আহবান জানান। তিনি অত্র কলেজ থেকে ভাল ফলাফল অর্জনকারীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের অন্যতম দাতা, ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জামেয়া আশরাফিয়ার সেক্রেটারী আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস। তিনি বলেন এ কলেজটি পাবনা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলা হবে। এজন্য কলেজের শিৰকদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অত্র কলেজ থেকে এ বছর একজন শিৰার্থী ভাল ফলাফল অর্জন করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস তাকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে তাকে আরও আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাবনার তর্বন ব্যবসায়ী ও সমাজসেবক ফুরকান রেজা বাদশা বিশ্বাস, আব্দুস সালাম বিশ্বাস, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক আব্দুল খালেক খান পিভিএম, আওয়ামী লীগ নেতা রইচ উদ্দিন খান, অভিভাবক সদস্য বারেক প্রামানিক, নাছির খানসহ বিদ্যালয়ের শিৰকমন্ডলী, শিৰার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।