নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি: ’অধিকার মর্যাদায় নারী পূরুষ সমানে সমান ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যৌথ আয়োজনে মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করে।
এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভ’ইয়া, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল শাখার ম্যানেজার সিবাষ্টিয়ান পিউরীপিকেশন ও প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ। সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।