| সকাল ৮:৪৯ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে বাস উল্টে আহত- ৪০

ঝিনাইগাতী  প্রতিনিধি:  শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী-শেরপুর সড়কের আহম্মদনগর নামক স্থানে ৮মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯ঘটিকার সমায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই আহত হয়েছে প্রায় ৪০জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকা-জ-১৫৫২নং সিটি পরিবহণ নামের এই বাসটি আহম্মনগর ড্রাইভিশনে নামতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায় আর গুরুতর আহতরা শেরপুর ও ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাস যাত্রীদের বেশীরভাগ সরকারী, বে-সরকারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ-খবর নেন। এ রির্পোট লেখা পর্যন্ত বাসটির বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৪:০১ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০১৬