আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হোসেনপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

হোসেনপুর প্রতিনিধি: “অধিকার-মর্যাদায় নারী পুরুষ সমানে সমান” এ স্লোগানে মঙ্গলবার কিশোরগঞ্জের হোসেনপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সারোয়ার,ইএনও তরফদার সোহেল রহমান,সহকারী কমিশনার (ভুমি) সোহানা নাসরিন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা,সমবায় অফিসার শাহানা হাসিন,উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।