বাজিতপুরে উপজেলা ডরমেটোরির ছাদ ধ্বসে ২ কর্মকর্তা আহত

বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী ভাবে একটি ডরমেটোরির কক্ষ নং ৩ এ গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ৪ জন সরকারী কর্মকর্তা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখছিলেন। হঠাৎ করে ৩ নম্বর কক্ষে বাজিতপুর পৌর সভার সচিব মোঃ ওয়াহিদুর রহমান সুমনসহ ৪ কর্মকর্তার উপরের ছাদ ধ্বসে ২ জন গুরুতর আহত হয়। গুরুতর আহতদের মধ্যে পৌর সভার সচিক মোঃ ওয়াহিদুর রহমান সুমন (৩২), সমাজসেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান (৫২) কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে। বাজিতপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান জানান, ৩ নম্বর কক্ষকে অনুপযোগী বলে উল্লেখ করেন।