বাজিতপুরে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা, পুলিশের সহায়তায় উদ্ধার

বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের বন্দেরহাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাত ১০টা দিকে মোঃ ইদু মিয়া সহ ৫-৬ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আক্কেল আলীর বাড়িতে হামলা চালায়। তখন ইদু মিয়া ও তার লোকজন আক্কেল আলীকে সমস্ত শরীরে কুপিয়ে জখম করে রাহেল গ্রামে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঐ দিন রাত সাড়ে ১০টার দিকে জ্ঞানহীন অবস্থায় আক্কেল আলীকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাজিতপুর থানার উপ-পরিদর্শক সজীব জানান, গুরুতর আহত ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, গুরুতর আহত আক্কেল আলীর স্ত্রী লাভলী আক্তার বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে ইদু মিয়া , মাসুক মিয়া, লালু মিয়া, হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।