আন্তর্জাতিক নারী দিবসে কিশোরগঞ্জে শোভাযাত্রা, আলোচনা
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আছমা, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোস্তাইন হোসাইন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুনুর রশিদ, সদর উপজেলার ভাইসচেয়ারম্যান কামরুন্নাহার লুনা, জেলা মহিলা পষিদ সভানেত্রী সুলতানা রাজিয়া, নারী নেত্রী খালেদা ইসলাম, অধ্যক্ষ গোলসান আরা বেগম, সাইফুল কুদ্দুছ, বিলকিস বেগম প্রমুখ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা পর্বে একতা নাট্য গোষ্ঠীর শিল্পীরা ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ গানের তালে তালে নৃত্য পরিবেশন করে।