তারাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রফিক বিশ্বাসঃ ‘‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’’ প্রতিপাদ্যকে ঘোষণা দিয়ে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস এর উদ্যোগে তারাকান্দা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। স্বাবলম্বী পক্ষে দিবসটিকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্তরে প্রদক্ষিণ করে। পরে মোঃ এয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাবলম্বীর টেকনিক্যাল অফিসার (মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন) সাবিনা ইয়াছমিন উপজেলা মহিলা আওয়ামী যুবলীগ সালমা আক্তার কাকন ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি এম.এ.কাশেম সরকার, স্বাবলম্বীর ইউএফ মনিরুল, সাইদ হাসান, রবিন্দ্র নারায়ণ সরকার, আতিকুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ বলেন, ১৮৫৭ সালের ৮ মার্চ মুঞ্জুরী বৈষম্যের বিরুদ্ধে এবং কর্মঘন্টাকে ১৫ ঘন্টা থেকে কমিয়ে ৮ ঘন্টা আনা ও কাজে মানবিক পরিবেশ নিশ্চিত করার জন্য নিউইয়র্ক শহরের নারীরা এ দিবসটির শুরুতে মূল ভূমিকা পালন করে। ১৯১০ সালের ডেনমার্কের কোপেন হেগলে ২য় আন্তর্জাতিক নারী সম্মেলনে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনে প্রস্তাব উঠে। ১৯১৪ সাল থেকে ৮ মার্চ নারী দিবস পালন শুরু হয়। ২০০৯ সাল থেকে প্রায় ৬০টি দেশে এ দিবসটি রাষ্ট্রীয় ভাবে পালন করা হচ্ছে। তারাকান্দা প্রেস ক্লাবের সভাপতি এম.এ.কাশেম সরকার বলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা, সম অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণ ও ক্ষমতায়নে নারীর নেয্যতার সংগ্রামের প্রতিকই হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।