| রাত ১২:৩০ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মীর কাসেমের ফাঁসি বহাল কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:  যুদ্ধাপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির রায় আপীল বিভাগে বহাল থাকায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন মুক্তিযোদ্ধারা। রায় ঘোষণার খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মিলিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রদত্ত রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। পরে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা কমান্ডার মো. আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মাতিউর রহমান, মুক্তিযোদ্ধা শোভন লৌহ, বোরহানউদ্দিন সুধা, ডা. সিদ্দিক হোসাইন, ভূপাল নন্দি, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব আব্দুল আউয়াল, নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৩:০৪ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০১৬