| সকাল ৯:০৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে চার টাইগার

ঢাকার মাটিতে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ক্রিকেটের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেরা একাদশ বানিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। আর সেখানে জায়গা পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার।

তারা হলেন – সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার আল আমিন হোসেন। এর মধ্যে সাব্বির রহমান রুম্মান মূল পর্বে সর্বোচ্চ রান করেন। টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

অন্যদিকে টুর্নামেন্টের মূলপর্বে সর্বোচ্চ উইকেটশিকারী খেলোয়াড়ের তালিকায় সবার উপরে ছিলেন আল আমিন হোসেন। আর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই।

কেবল একটি ম্যাচেই তাকে আউট করা গেছে। এর বাদে চারটি ম্যাচে তিনি ছিলেন অপরাজিত। ১২১ রানের পাশাপাশি রান করার পাশাপাশি তিনি চারটি উইকেটও নিয়েছেন।

একাদশের অধিনায়ক হলেন শিরোপাজয়ী ভারতের মহেন্দ্র সিং ধোনি। তবে, পাঁচ উইকেট ও দারুণ অধিনায়কত্ব সত্ত্বেও একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

একাদশে চার জন বাংলাদেশি ছাড়াও আছেন চার জন ভারতীয়। ধোনি বাদে বাকিরা হলেন – রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ। পাকিস্তানের আছে দুজন – শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। আর অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে দলে আছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।

ইএসপিএন ক্রিকইনফো এশিয়া কাপ একাদশ: রোহিত শর্মা, সৌম্য সরকার, বিরাট কোহলি, সাব্বির রহমান রুম্মান, শোয়েব মালিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটরক্ষক), আমজাদ জাভেদ, মোহাম্মদ আমির, আল আমিন হোসেন, জাসপ্রিত বুমরাহ।

ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে চার বাংলাদেশি

সর্বশেষ আপডেটঃ ৩:০১ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০১৬