| রাত ১:৩৫ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুই মন্ত্রীসহ ১৪ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

অনলাইন  ডেস্ক | ৭ মার্চ ২০১৬, সোমবার,

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকসহ ১৪ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করছে সরকার। আগামী ২৪শে মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৪ জনের ওই তালিকায় আরও রয়েছেন পাটের জীবন রহস্য আবিষ্কারক প্রয়াত অধ্যাপক মাকসুদুল আলম,  রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী আবদুস সালাম ও প্রয়াত রফিকুল ইসলাম প্রমুখ। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৯ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০১৬