তারাকান্দা সানসাইন কিন্ডার গার্ডেনের কৃতি ছাত্রছাত্রীদের সংর্বধনা ও ক্রীড়া প্রতিযোগিতা

রফিক বিশ্বাসঃ ৭ মার্চ ২০১৬, সোমবার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা সানসাইন কিন্ডার গার্ডেনের কৃতি ছাত্রছাত্রীদের সংর্বধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দাদরা সানসাইন কিন্ডার গার্ডেনের পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা বক্তব্য রাখেন, বালিখা ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম দুদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর মোতালেব, কিন্ডার গার্টেনের পরিচালক কামরুজ্জামান দুলাল, শাহজাহান মিয়া, ইউপি সদস্য মনিক মিয়া, ব্যবসায়ী লুৎফর রহমান তুলা, ইউপি সদস্য প্রার্থী, আজিজুল হক পন্ডিত। অনুষ্ঠানটি উপস’াপন করেন আশরাফুল আলম।