মুক্তাগাছায় ৩ বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা ২ জনের জেল
মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় (২এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভেজাল বিরোধী একটি টিম মুক্তাগাছা শহরে ৩টি বেকারী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে ভেজাল সামগ্রী জব্দ করাসহ ৩জনকে আটক করে । পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লৰ টাকা জরিমানাসহ দুই ম্যানেজারকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।।
সোমবার সকাল ১১টায় মুক্তাগাছায় সহকারী পুলিশসুপার (২এপিবিএন) মোঃ ইব্রাহিমের ও পুলিশ পরিদর্শক আঃ কাইয়ুম এর নের্তৃত্বে ভেজাল বিরোধী টিম শহরের মাড়োয়ারী পট্রির ঢাকা লিটন বেকারী, কলেজ রোডস্থ নিউ মিনা বেকারী ও বড়হিস্যা বাজারের মিনা বেকারীতে অভিযান চালায়। এসময় কারখানা ইউরিয়া সার,বিভিন্ন ধরনের রং যা বিস্কুট, পাউর্বটি, কেকসহ বিভিন্ন খাদ্যে ব্যবহৃত বিপুল পরিমানে ভেজাল সামগ্রী জব্দ করা হয়। সেই সাথে তিন ম্যানেজারকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা ও জরিমারা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা ঢাকা লিটন বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা ও তার ম্যানেজার তোফাজ্জল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মিনা বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানাসহ ম্যানেজার স্বপন সাহাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও বেকারী সিলগালা করে দেয় এবং নিউ মিনা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে । পরে জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।