গৌরীপুরে স্নাতক পরীক্ষায় ১০ জন বহিষ্কার

গৌরীপুর সংবাদদাতাঃ ময়মনসিংহের গৌরীপুরে স্নাতক (ডিগ্রি) পরীৰায় অসুদাপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীৰার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজি (আবশ্যিক) ১ম দিনের পরীক্ষায় রোববার (৬ মার্চ) গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার তাদের বহিষ্কার করেন। এদিকে গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র ও সরকারী কলেজ কেন্দ্র প্রথম দিনের পরীৰায় ২৪ জন পরীৰার্থী অনুপসি’ত।
গৌরীপুর মহিলা কলেজ কেন্দ্রেরের হল সুপার মো. মতিউর রহমান জানান, ইংরেজি পরীক্ষায় ৪৮৬জনের মধ্যে ১৯জন অনুপসি’ত রয়েছেন। গৌরীপুর সরকারি কলেজ সেন্টারে ৫০জন পরীক্ষার্থীদের মাঝে ৫জন অনুপসি’ত রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার কেন্দ্র পরিদর্শন কালে পরীক্ষায় নকল করার দায়ে ১০জন পরীৰার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বিএ শাখার কনিকা দেবনাথ, বিএসএস শাখার নয়ন মিয়া, কামর্বজ্জামান, সোহান মিয়া, শাহিদা আঞ্জুমান, আনিছুর রহমান, সেলিম মিয়া, সাইফুল ইসলাম, মঞ্জুর্বল ইসলাম, ইয়াসমিন বেগম।