রামপুর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

রফিক বিশ্বাস: সোমবার তারাকান্দা উপজেলার রামপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর সমর্থনে আ’লীগের এক কর্মী সভা রামপুর বাজারে প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সৈয়দ খন্দকার আজমল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম মাস্টারের পরিচালনা কর্মীসভা বক্তব্য রাখেন। রামপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মদন চন্দ্র সিংহ্, ফুলপুর উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধ চানঁমিয়া ফকির, ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাস্টার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শহীদুল্লা সরকার, আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, সাধারন সম্পাদক এখলাস উদ্দিন তালুকদার, ইউনিয়ন বঙ্গুবন্ধু প্রজন্মলীগ সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক নির্মল চন্দ্র বিশ্বাস প্রমুখ।