শেরপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান উদযাপন উপলৰে শোভাযাত্রা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি:
ময়লা-আবর্জনামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে শেরপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান উদযাপন উপলৰে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌরসভার উদ্যোগে আজ ৭ মার্চ সোমবার শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া।
নবীনগর বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানে প্যানেল মেয়র মো. আতিউর রহমান মিতুলসহ কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী ও বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের শিৰার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, প্রতি ওয়ার্ডে এক সপ্তাহ করে ৯ ওয়ার্ডে নয়সপ্তাহব্যাপী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পরে মেয়রসহ উপস্থিত সবাই মিলে ওই এলাকার পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করেন।