| সকাল ৯:৩০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে উপজেলা ভাইসচেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ৫ নেতা কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি,, ৭ মার্চ ২০১৬, সোমবার,
কিশোরগঞ্জে ভৈরব উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ৫ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, ভৈরব উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন, বিএনপি নেতা ভৈরবের শ্রীনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন হেলিম, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং ভৈরব উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। গত বছর বিএনপির ডাকা লাগাতার অবরোধ কর্মসূচীতে নাশকতার অভিযোগে ভৈরব থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় আত্মগোপনে থাকা এই পাঁচ নেতা সোমবার কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল ও আমলগ্রহণকারী জিআর আদালত নং-২ এ আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব-উল ইসলাম এবং আমলগ্রহণকারী জিআর আদালত নং-২ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক চারটি মামলাতেই তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০১৬