| রাত ১২:৪৩ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে আ’লীগ প্রার্থীর নির্বাচন দলের সম্পাদকের অস্তিত্বের লড়াই

ঝিনাইগাতী প্রতিনিধিঃ   আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আইয়ূব আলী ফর্সার নির্বাচন হবে দলের সম্পাদক আমির্বজ্জামান লেবুর অস্তিত্বের লড়াই। জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমির্বজ্জামান লেবুর শ্বশুর বাড়ী নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামে। জনশ্র্বতি রয়েছে, তার শ্বশুর গোত্রের লোকজন বিএনপি সংগঠণের সাথে জড়িত এবং বড়গোত্রের পরিবার। আমির্বজ্জামান লেবুর জেঠা শ্বশুর খলিলুর রহমান এ ইউনিয়ন থেকে দু’ দু’বারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন বিএনপি’র সভাপতিও। শ্বশুর গোত্রের লোকজন বিএনপি’র সাথে জড়িত থাকলেও জামাই ৰমতাসীন দলের নেতা হওয়ার সুবাদে নানাভাবে দলীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন তারা। আমির্বজ্জামান লেবুর এ ইউনিয়নে কিছুটা প্রভাব রয়েছে। ইতিপূর্বে জেঠা শ্বশুর খলিলুর রহমানের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যৰ ও পরোৰভাবে অংশ নেন আমির্বজ্জামান লেবু। এবারও এ ইউনিয়ন থেকে বিএনপি প্রার্থী হচ্ছেন, খলিলুর রহমান। এমনটাই শোনা যাচ্ছে। আর এবারই প্রথম দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে এবার তিনি কি করবেন? ইতিমধ্যেই দলের পৰ থেকে দলীয় কার্যালয়ে এ বিষয়ে ব্যাখ্যা করে নেতাকর্মীরা বলেই ফেলেছেন, “এবারের নলকুড়া ইউনিয়ন আ’লীগ প্রার্থী’র নির্বাচন ওই নেতার অস্তিত্বের লড়াই”।

সর্বশেষ আপডেটঃ ৮:১৪ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০১৬