| দুপুর ১২:০১ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

নেত্রকোনা প্রতিনিধি ঃ   ৭ মার্চ ২০১৬, সোমবার,

জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান, শাহ মো. ফখরুল ইসলাম ফিরুজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যক্তিগত সুবিধা গ্রহন, স্বজন প্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস’া জানিয়েছেন। আজ সোমবার সকলের স্বাক্ষরিত অনাস্থা  প্রস্তাবের লিখিত কপি স্থানীয় সাংবাদিকদেরকে দেয়া হয়। তারা উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবী করেন।
অভিযোগে জানা গেছে, শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মতামত না নিয়েই একাই সিদ্ধান- নিয়ে কাজ করেন। তিনি উপজেলার আট ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের সাথে সব সময় অসৌজন্য মূলক আচরণ করেন। উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান তার বিরুদ্ধে অসদাচারন, প্রকল্পের টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যক্তিগত সুবিধা গ্রহন, আইন বহির্ভূত কার্যকলাপ, স্বজন প্রীতি, টিআর, কাবিখা প্রকল্পে দুর্নীতিসহ ১৯টি অভিযোগ এনে রোববার বিভাগীয় কমিশনার, ময়মনসিংহসহ বিভিন্ন দপ্তরে অনাস্থার কপি প্রেরণ করেন। অনাস্থাদানকারীরা উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবী করেছেন।
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম তার বিরুদ্ধে অনাস্থায় আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গত বছরের ২২ নভেম্বর উপজেলার নাজিরপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কদ্দুস বাবুলের লোকজন তার গাড়িতে হামলা করেছিল। এ ঘটনায় তিনি আবদুল কদ্দুস বাবুল ও তার লোকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছিলেন। এ জন্য তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করে সবাইকে নিয়ে অনাস্থা দিয়েছে।
কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কদ্দুস বাবুল বলেন, বিষয়টি আমার একার নয়। পরিষদে নানা অনিয়ম দুর্নীতির কারনে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা মিলে উনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে। সকলের মতামতের ভিত্তিতেই এই প্রস্তাব আনয়ন করা হয়েছে।
কলমাকান্দা ইউএনও মোঃ সাইদুজ্জামান অনাস্থা প্রস্তাবের কপি পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস’া গ্রহন করা হচ্ছে।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের অনাস্থা দেয়ার বিষয়টি শুনেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১১ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০১৬