| রাত ৯:০৪ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কেওয়াটখালীতে ট্রেন- ট্রাক সংঘর্ষ আহত-২, ৫ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টারঃ   ময়মনসিংহের কেওয়াটখালীতে আজ সোমবার ভোর ৬টায় ট্রেনের ধাক্কায় ট্রাক ও ট্রেনের ইঞ্চিন ক্ষতিগ্রস্ত ট্রাকের চালকসহ ২জন আহত হয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাড়ে ৫ঘন্টা পর বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। ঘটনা তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ জংসন রেলস্টেশন থেকে আজ সোমবার সকাল ৬াটর দিকে ভাওয়াল ট্রেন কেওয়াটখালী বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে ট্্রাকটি দুমরে মুচরে রেল লাইনের পার্শ্বে উল্টে গেলে ট্রাকের চালক সহ ২জন আহত হয়,আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ট্রেনের ইঞ্চিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে রাজধানী ঢাকার সাথে ময়মনসিংহের ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দূঘটনার  খবর পেয়ে  উদ্ধারকারী ট্রেন ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি রেল লাইনের পার্শ্ব থেকে সরানোর এবং লাইনের মেরামত কাজ শেষে সাড়ে ৫ ঘন্টা পর বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন শুরু হয়।

দুর্ঘটনার কারণে ঢাকাগামী একটি আন্ত নগর ট্রেনসহ বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:০৫ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০১৬