| দুপুর ২:৩৮ - শনিবার - ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা

সব শঙ্কা দূরে ঠেলে অবশেষে এশিয়া কাপের ফাইনালে আর কিছু পরেই মাঠে নামছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। দুই দল সর্বোচ্চ ১৫ ওভার করে খেলবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হবে সাড়ে নয়টায়।

এ ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। জিততে পারলেই প্রথমবারের মতো বড় কোনো আসরের শিরোপা জিতবে টাইগাররা।

এশিয়া কাপ শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে সাকিব-তামিম-মুশফিকরা। শেষ দুটি ম্যাচে হেরে বসে টাইগাররা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। তবে, সব শঙ্কা দূরে ঠেলে নিজেদের পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় মাশরাফি বাহিনী। নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় লাল-সবুজের জার্সিধারীরা।

নিজেদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টি-টোয়েন্টির অন্যতম সফল দল পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। সঙ্গে ফাইনাল নিশ্চিত করে মাশরাফি-তামিম-সাকিব-মুশফিক-আল আমিনরা।

ভারতের বিপক্ষে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে একটিতেও তারা জয়ের দেখা মেলেনি। মাশরাফিরা ভারতের বিপক্ষে এশিয়া কাপ শিরোপা জিতে ইতিহাস গড়বেন এমন প্রত্যাশায় একসুতোয় গেঁথে উঠবে মাঠ ও মাঠের বাইরে থাকা ১৬ কোটি প্রাণ।

সর্বশেষ আপডেটঃ ৯:২৪ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬