| রাত ৮:৪১ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে আ’লীগের দুইগ্র্বপে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা, ককটেল বিষ্ফোরণ, পুলিশ মোতায়েন

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’গ্র্বপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশকয়েকটি ককটেল বিষ্ফোরণ হয়। উত্তেজনা অব্যাহত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে উচাখিলা ইউনিয়ন আ’লীগের প্রার্থী বাছাই ও বর্ধিত সভা আয়োজন করে ইউনিয়ন আ’লীগের সভাপতি মঞ্জুর্বল হক। অভিযোগ রয়েছে সভাপতি মঞ্জুর্বল হকের ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামকে একক সিদ্ধান্তে আ’লীগের মনোনীত প্রার্থী ঘোষণা দিতে পারে এ আশংখায় বর্ধিত সভা শুর্ব হলে আ’লীগ নেতা আবুল কাসেমের লোকজন বাঁধা দেয়। এতে উভয় পৰে উত্তেজনা দেখা দেয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোণর ঘটনা ঘটেছে বলে প্রত্যৰদর্শীরা জানিয়েছেন। বিষ্ফোরণের শব্দে চারদিকে আতংক ছড়িয়ে পড়লে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় জনশূন্য হয়ে পড়ে বাজার। এ রিপোর্ট লিখা পর্যন্ত উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে  জানতে চাইলে উচাখিলা ইউনিয়ন আ. লীগের সভাপতি মঞ্জুর্বল হক অভিযোগ করে বলেন, দলের তৃণমূলের নেতৃবৃন্দ মতামত ছাড়াই প্রার্থী হওয়ার জন্যে সম্ভাব্য প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কাশেম বহিরাগত সশস্ত্র লোকদের লেলিয়ে দিয়ে দলের সভা পন্ড করে দিয়েছেন।
এ অভিযোগ প্রসঙ্গে আবুল কাশেম বলেন, সভাপতি নিজের ভাই মো. শফিকুল ইসলামকে দলের একক প্রার্থী করতে কাউকে না জানিয়ে সভা ডেকেছেন। এ কারণে স্থানীয় লোকজন ৰুদ্ধ হয়ে তাঁদের সভস্থল থেকে তাড়িয়ে দিয়েছে। তাঁর পৰের লোকজন সেখানে কোনো হামলা করেনি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ককটেল নয়, কয়েকটি আতশবাজি ফুটিয়ে থাকতে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:২৭ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬