| সন্ধ্যা ৬:৪৩ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ!

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, গৌরীপুরঃ
রাত কাটে এক ঘরেই। সকালে উঠেই দু’জন দু’দিকে ব্যস্ত হয়ে পড়েন নিজেদের নির্বাচনী প্রচারণায়। স্বামী-স্ত্রী দু্‌জনেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মাঠে নেমেছেন ময়মনসিংহের গৌরীপুরের মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে একটি অচিন্তপুর। এই ইউনিয়ন থেকে ১০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে একই পদে স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার সহধর্মিনী রেবেকা সুলতানা মনোনয়নপত্র দাখিল করায় ওই দম্পতি সারা উপজেলা জুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দলীয় সমর্থন চেয়ে ব্যর্থ হলেও নির্বাচনের মাঠে থাকার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভোটারদের কাছে গিয়ে তার পৰে ভোট চেয়ে প্রচারণাও চালাচ্ছেন। শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা ছিলেন সংরৰিত মহিলা ইউপি সদস্য। তিন কন্যা আর এক পুত্র সন্তানের জননী রেবেকা সুলতানা এবার নিজের জনপ্রিয়তা আর ভোটারদের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মাঠে নেমেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্বামী-স্ত্রী দুজনেই ভোট চেয়ে বেড়াচ্ছেন। দু’জনেই জয়ের ব্যপারে আশাবাদী।
চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা বলেন, ইউপি সদস্য হয়ে মানুষের সেবা করায় ভোটাররা তাকে সাহস যুগিয়েছেন। জনকল্যানে কাজ করায় করায় ভোটাররা তাকে ভোট দেবেন বলে তিনি আশাবাদী। স্বামী-স্ত্রী দু’জনেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই।’ মো. শফিকুল ইসলাম বলেন, তৃণমূল থেকে তাকে মনোনিত করা হলেও অজ্ঞাত কারণে তিনি ধাণের শীষ প্রতীক পাননি। ওই অবস’ায় তিনি স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। তার স্ত্রী বর্তমান সংরৰিত ইউপি সদস্যও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দু’জনে আলোচনা স্বাপেৰে একই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। আগামী ৩১ মার্চ গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অচিন্তপুুর ইউনিয়নে পুর্বষ ভোটার ১০ হাজার নয়জন ও নারি ভোটার রয়েছেন ৯ হাজার ৬০৮জন। স্বামী-স্ত্রী দু’জন চেয়ারম্যান পদে মাঠে নামায় ওই ইউনিয়ন সহ সারা উপজেলায় চালছে নানা আলোচনা সমালোচনা।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬