ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলৰে মানব বন্ধন
ঝিনাইগাতী প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৬মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরের সন্মুখে যথাযোগ্য মর্যাদায় “অধিকার মর্যাদায় নারী-পুর্বষ সমান সমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হল আর্ন্তজাতিক নারী দিবস উপলৰে মানব বন্ধন। সকাল ১১টা থেকে শুর্ব হয়ে ১২টা পর্যন্ত এই ১ঘন্টাব্যাপী মানব বন্ধনের নেতৃত্ব দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এস.এম.এ ওয়ারেজ নাইম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন। এ সময় অন্যান্যেদের মাঝে উপসি’ত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, আওয়ামীলীগ নেতা হার্বন উর রশিদ, মজিবর রহমান, উমর আলী, শাহরিয়ার খান শাওন, হাতীবন্ধা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী র্বপালী, ঝিনাইগাতী এডিপি’র কর্মকর্তাগণ, স্থানীয় বিদ্যালয়ের শিৰার্থী বৃন্দ ও মহিলা সমিতির সদস্যগণ।