| রাত ৯:২৩ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে দোকানে রহস্যজনক চুরি

বাজিতপুর  সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে ওয়ালটন এজেন্টে উদয়ন ইলেকট্রনিক্স সোর্সাল মার্কেটিং এর দোকানে গত শনিবার দিবাগত গভীর রাতে (০৫ মার্চ ২০১৬) রহস্যজনক ভাবে ওয়ালটনের বিভিন্ন প্রকারের ১৪ টি রঙিন টেলিভিশন সহ ৫০ প্রকারের জিনিপত্র রহস্যজনক ভাবে চুরির ঘটনা ঘটেছে। তার দোকানের জিনিপত্রের ৰতির পরিমাণ প্রায় ৪-৫ লৰ টাকা হবে বলে জানাগেছে। জানাযায়, প্রতিদিনের ন্যায় ওয়ালটন এজেন্টের স্বতাধীকারি মান্নান মিয়া জানান, তার নিয়োগকৃত পাহাড়া দার ছেতু মিয়ার নিকট দোকানের চাবি থাকে। তার দোকানে যে কোন চোর প্রবেশ করতে গেলে দোকানের গ্রিল অথবা বারান্দার গ্রিল ভাঙ্গা থাকার কথা কিন’ দোকানের কোন কিছুই ভাঙ্গা নেই বলে তিনি বলেন। তিনি আরও জানান, তার নিয়োগকৃত পাহাড়াদারের মাধমে চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

সর্বশেষ আপডেটঃ ৭:২৯ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬