| সকাল ১১:০০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে পিতার হাতে শিশু ছেলে খুন,পিতা গ্রেফতার

ভ্রাম্যমান  প্রতিনিধি:   ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধারের এক সপ্তাহ পর লাশের পরিচয় পাওয়া গেছে এবং পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় পিতাকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম মফিজ দৈনিক লোকলোকান্তরকে জানান, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ডাংরী ইট ভাটা থেকে ২৯ ফেব্রুয়ারী বিকালে পুলিশ অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার এক সপ্তাহ পর লাশের পরিচয় নিশ্চিতের পর ডিবি পুলিশ আজ রবিবার (৬ ফেব্রুয়ারী) ভোর রাতে নান্দাইল থেকে ঘাতক পিতা রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামের রিকসা চালক রফিকুল ইসলাম পারিবারিক কলহের জেরে তার ১০ বছরের শিশু পুত্র ঝালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর (স্কুল পড়ুয়া) ছাত্র রবিনকে শ্বাসরোধ করে হত্যার পর পার্শ্ববর্তী ডাংরী গ্রামের ইট ভাটায়  লাশ ফেলে রাখে বলে ঘাতক পিতা রফিকুল ইসলাম পুলিশের কাছে স্বীকার উক্তিমূলক জবান বন্দি দিয়েছেন। নান্দাইল মডেল থানার পুলিশ ২৯ ফ্রেব্রুয়ারী বিকালে ডাংরী গ্রামের ইট ভাটায় থেকে শিশুর লাশ উদ্ধার করে ছিল।

সর্বশেষ আপডেটঃ ৩:২৪ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬